চট্টগ্রামে আরও এক পুলিশ করোনায় আক্রান্ত

চট্টগ্রামে আরও একজন পুলিশ সদস্য করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

নগরীর দামপাড়া পুলিশ লাইন্সের ওই পুলিশ সদস্যের বয়স ৫০ বছর।

এ তথ্য নিশ্চিত করে মঙ্গলবার রাতে সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাটের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১০০টি নমুনা পরীক্ষার পর দুজন পুরানো রোগীসহ (দ্বিতীয়বার পরীক্ষায় করোনা পজেটিভ) ছয়জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এর মধ্যে চট্টগ্রামের পাঁচজন (দুজন পুরানো) ও লক্ষ্মীপুরের একজন রয়েছেন।

করোনা আক্রান্তদের পতেঙ্গায় ১, দামপাড়ায় ১ (পুলিশ), বায়েজিদে ১, হালিশহরে ১ (পুরানো), জেলার সাতকানিয়ায় ১ (পুরানো) এবং লক্ষ্মীপুরে ১ জন রয়েছেন।

এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ জনে। এছাড়া মঙ্গলবার পর্যন্ত মোট ৬ হাজার ৪৬২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।