চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের পাশ থেকে শীর্ষ সন্ত্রাসী ও আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন ওরফে কানা আলতাফের (৪২) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ আগস্ট) সকাল ১০টায় চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের কাটাখালী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত কানা আলতাফ উপজেলার মরিয়ম নগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং উপজেলার মরিয়মনগর গ্রামের আব্দুল মোতালেবের (সাবেক মেম্বার) পুত্র।
রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ মোহাম্মদ এহসানুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে নিহত আলতাফের ভাইয়েরা গুলিবিদ্ধ লাশটি নিজরাই উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। আমরা খবর পেয়ে বাড়ি থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছি।
পুলিশ জানায়, নিহত আলতাফের শরীরে তিনটি গুলির চিহৃ রয়েছে। সে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ও অস্ত্র ব্যবসায়ী এবং চিহ্নিত সন্ত্রাসী ছিল।
তার বিরুদ্ধে থানায় ১১টি মামলা রয়েছে জানিয়ে ওসি বলেন, কে বা করা আলতাফকে হত্যা করেছে তা অনুসন্ধান চলছে।
আজকের বাজার/এমএইচ