চট্টগ্রামের বন্দর এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মহিউদ্দিন (৩০) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন।
সোমবার (২৬ মার্চ) বিকেল ৩টার দিকে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ক্ষমতাসীন দলের দু’গ্রুপের সংঘর্ষে মহিউদ্দিন নিহত হয় বলে জানান স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, গুরুতর আহতবস্থায় মহিউদ্দিনকে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।
এমআর/