চট্টগ্রাম নগরের খুলশী থানার দামপাড়া থেকে ইয়াবাসহ কথিত এক সাংবাদিককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
সোমবার (৪ জুন) সকালে দামপাড়ার স্টার লাইন বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার হয়।
গ্রেফতারকৃতের নাম মো. ইয়াছিন মোল্লা। তিনি নিজেকে সাপ্তাহিক শিকড় সন্ধানে নামক একটি পত্রিকার ক্রাইম রিপোর্টার হিসেবে পরিচয় দিয়েছেন।
ইয়াছিন মোল্লা ঢাকার যাত্রাবাড়ি থানার কোনাপাড়া বাঁশেরপোল তিন নম্বর গলির চন্দ্রপাড়া সোলতানিয়া খানকা শরীফ এলাকার ইয়াছিন মোল্লার বাড়ির মৃত আয়নাল হোসেন মোল্লার ছেলে। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার পাইকপাড়ায়।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আসিফ মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াসিন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তিনি নিজেকে শিকড় সন্ধানে নামক একটি পত্রিকার ক্রাইম রিপোর্টার হিসেবে পরিচয় দিয়েছেন। তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবাগুলো কক্সবাজারের টেকনাফ থেকে কিনে ঢাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন তিনি। এছাড়াও টেকনাফ ও কক্সবাজার এলাকায় নিজেকে ক্রাইম রিপোর্টার পরিচয় দিয়ে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজি করতেন তিনি। তার বিরুদ্ধে খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে।
আজকের বাজার/একেএ