চট্টগ্রাম মহানগরীতে রোববার রাতে ইয়াবা ট্যাবলেটসহ দু’জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ইউসুফ প্রকাশ ইউসুফ জালাল (৫০) ও মোঃ আব্দুর রহিম রাজু প্রকাশ বার্মাইয়া রাজু (৩০) । সম্পর্কে এরা শ্বশুর-জামাই।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন জানান, গোপন সূত্রের খবরে প্রথমে পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৯৬৫ পিস ইয়াবাসহ শ্বশুর ইউসুফকে গ্রেপ্তার করা হয। পরে তার দেওয়া স্বীকারোক্তি মতে নগরীর হালিশহর থেকে তার মেয়ের জামাই আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জামাই-শ্যালক-শ্বশুর মিলে তারা ইয়াবা ব্যবসার একটি সংঘবদ্ধ সিন্ডিকেট। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রামের বিভিন্নস্থানে বিক্রি করে আসছিল। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা ইয়াবা ব্যবসার কথা পুলিশের নিকট স্বীকার করেছে।
আজকের বাজার/এমএইচ