চট্টগ্রামে ইয়াবাসহ পুলিশের এক সাময়িক বরখাস্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (১৩ জুলাই) বিকালে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার তিনজন হলেন, বাকলিয়া থানার সাময়িক বরখাস্ত এএসআই রেদোয়ানুল ইসলাম এবং সহযোগী গোলাম কিবরীয়া খোকন ও আবু হেনা মোস্তফা।
রেদোয়ান নোয়াখালীর বেগমগঞ্জ থানার খোয়াজপুর মৃধাবাড়ির আকতার হোসেনের ছেলে।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আবু বক্কর সিদ্দিক জানান, বৃহস্পতিবার মহানগরীর বহদ্দারহাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে এক হাজার ইয়াবা পাওয়া যায়।
এর আগে ২০১৬ সালের ২৭ নভেম্বর রাতে কোতয়ালী থানা এলাকায় ১ হাজার ৭০০ ইয়াবাসহ রেদোয়ানুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করে সিএমপি।
আজকের বাজার/এমএইচ