চট্টগ্রাম মহানগরীর একে খাঁন এলাকায় অভিযান চালিয়ে মাদক পাচারে জড়িত স্বামী-স্ত্রী দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার ভোরে র্যাব-৭ অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তার দম্পতি হলেন- মো. কামাল হোসেন (৩৮) ও স্ত্রী মোছাম্মদ জ্যুতি বেগম (২৫)।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার ও এএসপি মাশকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ভোরে মহানগরীর পাহাড়তলী থানাধীন একে খাঁন এলাকায় নুর-এ মদিনা ফিলিং ষ্টেশনের সামনে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেহ এবং হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৫ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দম্পতিকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ