চট্টগ্রামে একদিনেই চিকিৎসক-পুলিশসহ সর্বোচ্চ ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১২ জনই মহানগরীর বাসিন্দা।
আজ দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা .শেখ ফজলে রাব্বি জানান, রোববার রাত পর্যন্ত চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৮৩ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। তারা সকলেই চট্টগ্রাম জেলার বাসিন্দা।
অপরদিকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) করোনাভাইরাস ১৮৩ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। তার মধ্যে চট্টগ্রাম জেলার পাচঁজন। বাকি দুইজন নোয়াখালী জেলার বাসিন্দা।
তিনি জানান, সিভাসু ল্যাবে আক্রান্তরা হলেন নগরীর পাঁচলাইশের ১জন চিকিৎসক, দামপাড়া পুলিশ লাইনের ২ জন, পাহাড়তলী সরাই পাড়ার ১ জন, রিয়াজুদ্দিন বাজার চৈতন্য গলির ১ জন, গোসাইলডাঙ্গার ১ জন, বহদ্দার হাটের ২ জন।
এছাড়া বিআইটিআইডি ল্যাবে আক্রান্ত চট্টগ্রাম জেলার ৫ জন হলেন, ১জন ৩৮ বছর বয়সী দামপাড়া পুলিশ লাইন্সের পুরুষ পুলিশ সদস্য (তিনি চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে ভর্তি আছেন), ১জন মোহরার ৫৫ বছর বয়সী (৩০ এপ্রিল তিনি মারা গেছেন), ১জন ৪৫ বছর বয়সী পুরুষ , সাতকানিয়ার পশ্চিম ঢেমশার সিটুয়াপাড়ার, ১জন ৩৫ বছর বয়সী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন পাহাড়তলীর বাসিন্দা। ১জন ইপিজেড থানার সল্টগোলা ক্রসিং নিউমুরিং রোড এলাকায় বাড়ি, তিনি বন্দরে কাজ করেন।
এপর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ জনে। চট্টগ্রামে আক্রান্তের মধ্যে নগরীর ৬২ জন, সাতকানিয়ার ১৬ জন, লোহাগাড়ার ১ জন, সীতাকুন্ডের ৩ জন, বোয়ালখালীর ২ জন, পটিয়ার ২ জন, আনোয়ারার ১ জন, চন্দনাইশের ২ জন, সন্দ্বীপের ১ জন, রাঙ্গুনিয়ার ১ জন, ফটিকছড়ির ১ জন ও মিরসরাইয়ের ২ জন রয়েছেন।
এ ছাড়া চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে ৭ জন ইতোমধ্যে মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ২১ জন।