খুলশীর ঝাউতলা এলাকার ডিজেল কলোনির বাসা থেকে সোমবার সকালে রোজী আক্তার (২০) নামে এক নারীর হাত ও গলা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় নিহতের স্বামী রেজাউল করিম পলাতক রয়েছেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, রোজী ও তার স্বামী পোর্ট সিটি ইউনিভার্সিটির কর্মচারী। গত ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হয়।
সকালে রোজীর বোন তার লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতল মর্গে পাঠায়।
ওসি জানান, রোজীর হাত ও গলায় রশি পেঁচানো ছিল। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।