চট্টগ্রাম নগরীর দামপাড়া ওয়াসার পাঁচতলা বিশিষ্ট একটি ভবনের তৃতীয় তলার একটি কক্ষে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কিছু কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ বৃহস্পতিবার ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলী আকবর।
ফায়ার সার্ভিসের তথ্যানুযায়ী, পাঁচতলা ওয়াসা ভবনের তৃতীয় তলায় অফিস কক্ষে ভোর সাড়ে ৪টায় আগুন লাগে। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের তিনটি গাড়ি প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ৫টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
চট্টগ্রাম ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আলী আকবর বলেন, আগুনে ওই কক্ষের বেশ কিছু কাগজপত্র ও আসবাব সামগ্রী পুড়ে গেছে।