চট্টগ্রামে কম দামে ভোগ্যপণ্য বিক্রি

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্যে বিক্রি শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (সিএমসিসিআই)।

নিম্ন আয়ের মানুষের জন্য চাল, চিনি, তেল ইত্যাদি কম দামে বিক্রি করার এই বিক্রয় কার্যক্রম পুরো রমজান মাস জুড়ে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে।

রোববার ২৮ মে নগরীর অক্সিজেন মোড়ে কেডিএস গার্মেন্টস এর সম্মুখে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন সিএমসিসিআই’র প্রেসিডেন্ট এবং কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান।

খলিলুর রহমান বলেন,  চট্টগ্রাম অঞ্চলের গরীব ও দুস্থ মানুষের কথা চিন্তা করে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার ভর্তুকি মূল্যে প্রতি বছর এই ভোগ্যপণ্যে বিক্রি করে থাকে। সিএমসিসিআই তার প্রতিষ্ঠালগ্ন থেকেই পবিত্র রমজানে গরীব জনগনের মাঝে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য ভর্তুকি মূল্যে বিক্রয় কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি বলেন, চট্টগ্রামের যে সব বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান আছে তারা সবাই যদি এই রমজানে গরিব ও মেহনতি মানুষের কথা চিন্তা করে এগিয়ে আসে তাহলে মানুষের কষ্ট অনেক লাঘব হবে। তাছাড়া বিভিন্ন বাজারে ভোগ্যপণ্য বিক্রির ক্ষেত্রে অতিরিক্ত মুনাফা লাভের চিন্তা ত্যাগ করার চিন্তা করতে হবে।

এখানে চাউলের প্রতি কেজি ৩০ টাকা, চিনি প্রতি কেজি ৫৫ টাকা এবং ভোজ্য তেল প্রতি বোতল (২ লিটার) ১৮০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভাইস প্রেসিডেন্ট জনাব এ.এম. মাহবুব চৌধুরী, পরিচালক জনাব মো. আমিনুজ্জামান ভূঁইয়া, জসিম উদ্দিন চৌধুরী সহ মেট্রোপলিটন চেম্বারের সদস্যবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকের বাজার: আরআর/ ২৮ মে ২০১৭