চট্টগ্রামে করোনা ভাইরাসের কোন রোগী এখনো পাওয়া যায়নি। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি আজ দুপুরে বাসসকে এ কথা জানান। ডা. ফজলে রাব্বি জানান, বিশ্বব্যাপী এ ভাইরাসের প্রাদুর্ভাবের কথা মাথায় রেখে আগাম সতর্কতা হিসেবে জেলা সিভিল সার্জনের কার্যালয়ে ইতোমধ্যে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। করোনা সম্পর্কিত যে কোনো তথ্য জানতে আপাতত সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ নিয়ন্ত্রণ কক্ষ খোলা থাকবে। এ সময়ের মধ্যে এ কক্ষে সার্বক্ষণিক লোকজন কাজ করবেন। তবে পরিস্থিতির পরিবর্তন হলে এ সময় আরো বাড়িয়ে ২৪ ঘণ্টা করা হবে। যে কোনো তথ্যের জন্য নিয়ন্ত্রণ কক্ষের ০৩১-৬৩৪৮৪৩ টেলিফোন নম্বরে যোগাযোগ করা যাবে।
সিভিল সার্জন আজ দুপুর ১২ টায় করোনা কোয়ারেন্টাইনের জন্য নির্ধারিত হালিশহর পিএইচ আমিন একাডেমি কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় কিছু দিক-নির্দেশনা দেন। তিনি বলেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সভা করেছি। করোনা মোকাবেলায় করণীয় ও সরকারি-বেসরকারি পর্যায় থেকে কি কি প্রস্তুতি নেয়া হয়েছে এবং আরো নেয়া প্রয়োজন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা অত্যন্ত গুরুত্বের সাথে প্রতিটি ধাপকে বিবেচনায় নিয়েছি। করোনা মোকাবেলায় চট্টগ্রামের তিনটি হাসপাতালে আইসোলেশন বেড খোলা হয়েছে। এছাড়া কোয়ারেন্টাইনের জন্য দু’টি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রস্তুত করা হচ্ছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান