চট্টগ্রামে করোনার সংক্রমণ হার চারমাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে এসেছে। গতকাল শুক্রবার ১ হাজার ৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনকে পজিটিভ শনাক্ত করা হয়। সংক্রমণ হার ৫ দশমিক ৮৮ শতাংশ।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজ বাসসকে জানান, ২৬ মার্চ চট্টগ্রামে করোনা ভাইরাস টেস্ট শুরুর পর থেকে চার মাস দশ দিনে গতকালের হার সবচেয়ে কম। এর আগে একাধিক বার সংক্রমণ হার সিঙ্গেল ডিজিটে নমেছে। কিন্তু সেসব দিনে নমুনা ছিল কম। গতকাল সহস্রাধিক নমুনার মধ্যে ৬১টি পজিটিভ হওয়া ইতিবাচক দিক। সংক্রমণ হার হ্রাসের এ ধারা অব্যাহত রাখা গেলে করোনামুক্ত স্বাভাবিক জীবনযাপনের সম্ভাবনা বাড়বে।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ (৫ সেপ্টেম্বর) রিপোর্টে দেখা যায়, চট্টগ্রাম ও কক্সবাজারের সাতটি ল্যাবে ১ হাজার ৩৭ জনের নমুনার মধ্যে নগরীর ৫০ জনসহ ৬১ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। ফলে চট্টগ্রাম জেলায় মোট করোনা সংক্রমিতের সংখ্যা এখন ১৭ হাজার ৪২৩ জন। গতকাল করোনায় মারা গেছেন একজন। এতে মৃতের সংখ্যা বেড়ে ২৭৪ জনে পৌঁছেছে।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি ল্যাবে ৩৭৩ জনের নমুনা পরীক্ষায় নগরের ৮ জনসহ ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৫৩ জনের মধ্যে নগরীর ১০ জনসহ ১১ জনের নমুনায় করোনার জীবাণুর অস্তিত্ব মিলেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৫ জনের নমুনা পরীক্ষায় নগরীর ৯ জনসহ ১০ জনকে করোনার ভাইরাসবাহক হিসেবে চিহ্নিত করা হয়। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব ১১০টি নমুনায় ৮টিতে করোনার জীবাণু পাওয়া যায়।
নগরীর বেসরকারি দু’টি পরীক্ষাগার ইমপেরিয়াল হাসপাতালে ১২৮ ও শেভরনে ৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে যথাক্রমে নগরের ১২ জন ও ৭ জন করোনাক্রান্ত বলে শনাক্ত হন। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে এদিন চট্টগ্রামের ২৩ টি নমুনা পাঠানো হয়। এতে ৩ জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়ে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান