চট্টগ্রামে করোনার সংক্রমণ হার গতকাল মঙ্গলবারের তুলনায় সামান্য কমেছে। গতকাল ৫৪ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়। সংক্রমণ হার ৮ দশমিক ৮২ শতাংশ। তবে এদিন জেলায় করোনায় কারো মৃত্যু হয়নি।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ রিপোর্টে বলা হয়, চট্টগ্রামের ৭টি ও কক্সবাজার মেডিক্যাল কলেজের পরীক্ষাগারে ৬১২টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন সংক্রমিত ৫৪ জনের মধ্যে শহরের ৪৯ জন এবং গ্রামের ৫ জন। ফলে এ পর্যন্ত মোট সংক্রমিত সংখ্যা ১৮ হাজার ৮৫৯ জন। গত ২৪ ঘণ্টায় ৮৮ করোনা রোগী সুস্থ হয়েছেন, মারা যাননি কেউ।
চারদিনের রিপোর্ট বিশ্লেষণে দেখা যায়, বুধবার সংক্রমণ হার সামান্য কমলেও এটি গত মাসের দ্বিতীয় সর্বোচ্চ। মঙ্গলবার সংক্রমণ হার ছিল ৯ দশমিক ১৬ শতাংশ। অথচ, এর একদিন আগে সংক্রমণ হার সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সর্বনিম্ন রেকর্ড হয়। এদিন সোমবার ৪৪ জনের মধ্যে নতুন সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণ হার ৪ দশমিক ২৯ শতাংশ। রোববার ৫৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। সংক্রমণ হার ৭ দশমিক ৭৫ শতাংশ।
সর্বশেষ ২৪ ঘণ্টার ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৮৮ জনের নমুনা পরীক্ষায় ১৩ জন পজিটিভ হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৩০ টি নমুনার মধ্যে ২০টিতে করোনার জীবাণু পাওয়া যায়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৪৫ জনের নমুনায় ৮জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব মেলে। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৪২টি নমুনার মধ্যে ২টিতে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
নগরীর বেসরকারি চার ল্যাবের তিনটিতে গতকাল নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ল্যাবে ৪১ টি, শেভরনে ৩৩ টি এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে যথাক্রমে ৩ জন, ৬ জন ও ২ জন পজিটিভ পাওয়া যায়। এদিন চট্টগ্রামের ২৪টি নমুনা কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা হলেও সবক’টিই নেগেটিভ বলে জানানো হয়।