চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৯ জন শনাক্ত

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে(বিআইটিআইডি) করোনাভাইরাস পরিক্ষায় আরও ১০ জনের শরীরে করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে নতুন ৯ জন এবং পুরাতন রোগী একজন।

রবিবার রাতে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘২৪ ঘন্টায় ১১৩ জনের করোনা টেষ্টে নতুন ০৯ জনসহ ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে চারজন নতুন এবং পুরাতন একজন (পুণপরিক্ষা)সহ চট্টগ্রামে ৫ জন এবং বাকি ৫ জন চট্টগ্রাম বিভাগের অন্য জেলার।

চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে- দামপাড়া পুলিশ লাইওন ১ জন, কাট্টলী (ম্যারেডিয়ান ক্যাম্প) ২ জন এবং সাতকানিয়ায় পুরাতন একজনসহ ২ জন। এছাড়া বিভাগের লক্ষ্মীপুরে ৪ জন ও নোয়াখালীতে ১ জন আক্রান্ত রয়েছেন।

প্রসঙ্গত- ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে এখন পর্যন্ত ১ হাজার ৪৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে চট্টগ্রামে ৩৯ জনসহ বিভাগে এ পর্যন্ত মোট ৬৯ জন রোগী শনাক্ত হয়েছে।