চট্টগ্রামে করোনাভাইরাসে আরো ৮৩ জন আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ ২৪ ঘণ্টার রিপোর্টে এ তথ্য জানানো হয়। এ সময়ে করোনায় আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৪ জন। সুস্থ হয়েছেন ৪৭ জন।
রিপোর্টে জানানো হয়, শুক্রবার চট্টগ্রামের ৫টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ৬৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৮৩ জনের মধ্যে নগরীর ৬১ জন ও বিভিন্ন উপজেলার ২২ জন। চট্টগ্রামে এ পর্যন্ত মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১৬ হাজার ৩৮৭ জন।
ল্যাবভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে সর্বোচ্চ ২৪২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২ জন পজিটিভ শনাক্ত হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৭২টি নমুনায় ২৩ টিতে করোনাভাইরাস পাওয়া যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১২৪ জনের নমুনার মধ্যে ১৬ জন করোনার জীবাণুবাহক বলে শনাক্ত হন।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৪টি নমুনায় ৯ জন এবং শেভরনে ৫১ জনের নমুনায় ১৩ জনের শরীরে করোনাভাইরাস মিলেছে। এছাড়া চট্টগ্রামের ৫টি নমুনা কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো হয়। এর কোনোটিতে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে এদিন কোনো পরীক্ষা হয়নি।
বিশ্লেষণে দেখা যায়, করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা কমলেও গত দু’দিনের তুলনায় হার বেড়েছে। ২০ আগস্ট চট্টগ্রামে আক্রান্ত হন ৮৯ জন, সংক্রমণ হার ১০ দশমিক ৯০ শতাংশ। ১৯ আগস্ট ৯৭ জনের দেহে করোনাভাইরাস পাওয়া যায়। সংক্রমণ হার ১২.০৯ শতাংশ। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান