চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ ছাত্র মামুনুর রশিদ মামুন হত্যা মামলায় ৭ যুবকের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। বিভাগীয় দ্রুত বিচার ট্রাউব্যুনাল, চট্টগ্রামের বিচারক একেএম মোজাম্মেল হক আজ বুধবার এ রায় ঘোষণা করেন।
দ-প্রাপ্তরা হলেন : মোহাম্মদ আজম (২৬), মোহাম্মদ ফারুক ওরফ আশিক (২৬), আলী আজগর (২০), মোহাম্মদ ওমর উদ্দিন (২৪), শওকত হোসেন (২২), এসএম আশরাফুল আলম সুমন (২২) ও মোহাম্মদ পারভেজ (২৫)। সকলেই কর্ণফুলী উপজেলার শাহমিরপুর গ্রামের বাসিন্দা। আদালত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদ-ও দিয়েছেন। অনাদায়ে অতিরিক্ত একবছর কারাদ- ভোগ করতে হবে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর এ সাত যুবক পূর্ব শত্রুতার জের ধরে কর্ণফুলী উপজেলার শাহমিরপুর গ্রামে কলেজ ছাত্র মামুনুর রশিদ ওরফে সাগর এবং মোহাম্মদ আজিজকে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় স্থানীয়রা তাদের দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে ভর্তির পর মারা যান মামুনুর রশিদ। স্থানীয়দের দাবি, এলাকার একটি চক্র মাদক সেবন ও বেচাকেনায় যুক্ত ছিল। মামুন তাদের এ অনৈতিক কর্মকা-ে বাধা দেয়ায় তাকে হত্যা করা হয়।
মামুনের ছোটভাই মোহাম্মদ ইয়াছিন পরদিন ২৭ সেপ্টেম্বর কর্ণফুলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ২০১৯ সালের ১১ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
২০২১ সালের ৫ জানুয়ারি আদালতে চার্জ গঠিত হয়। আদালত ২৭ সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্যগ্রহণশেষে এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিদের পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান