চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত

চট্টগ্রামের মীরসরাইয়ের মস্তাননগর এলাকায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় অপর একটি কাভার্ডভ্যানের দুজন নিহত হয়েছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে মস্তাননগরের ইউটার্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতদের একজন কক্সবাজারের বাসিন্দা কাভার্ডভ্যান চালক কবির হোসেন (৪০), অপরজনের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় গৌতম (১৮) নামে আরও একজন আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মীরসরাই ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রবিউল আজম রবিন বলেন, ঢাকামুখী দাঁড়ানো একটি কাভার্ডভ্যানের (ঢাকা মেট্টো ট ১১-৬৫০৬) পেছনে অন্য আরেকটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্টো ট ১৫-৩৭২৭) ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

দেড় ঘণ্টা উদ্ধার তৎপরতার পর হতাহতদের উদ্ধার করা হয়, আহত গৌতমকে মস্তাননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজকের বাজার/এমএইচ