চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার সিডিএ এক নম্বর রোডের মুখে (সিটি গেটে দক্ষিণে) মঙ্গলবার দিবাগত রাতে কাভার্ডভ্যানের চাপায় দুই অটোরিকশা চালক নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে আলাউদ্দিন (৩২) নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি সীতাকুণ্ড এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে। অন্যজনের (৬০) পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান ঘটনাস্থলে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা চালককে চাপা দিলে দুজন নিহত হন। এছাড়া আহত হয়েছেন আরও চারজন। তারা হলেন- হাবীব (৩৫), ইউনুচ (৩৫), জসিম (৩৫) ও অজ্ঞাত আরও একজন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আমীর হোসেন জানান, রাতে সিটি গেইট এলাকায় দুর্ঘটনায় আহত ৬ জনকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেছেন। আহত অপর চার জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ৩ জন শঙ্কামুক্ত।
আজকের বাজার/এমএইচ