চট্টগ্রামে মাদকসহ গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বিদেশি ফুটবলার ফ্রাংক এন তিম থাম মারা গেছেন।
সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঘানার ওই ফুটবলার। গত বুধবার কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি করা হয়। তার জ্বর ও কাশি ছিল। তবে, সেফটিক শকের কারণে তার মৃত্যু হতে পাবে বলে ধারনা করছেন চিকিৎসকরা।
চলতি বছরের শুরুর দিকে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকায় ফেরার সময় এক সঙ্গীসহ গ্রেপ্তার হন ফ্রাংক। তারা দুইজন ঘানার ফুটবল খেলোয়াড়। পরে তাদের তথ্যের ভিত্তিতে পর দিন শনিবার সকালে ঢাকা থেকে মো. মাসুদ (২৪) নামে বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।