চট্টগ্রামের ফটিকছড়িতে গাছের সঙ্গে দঁড়িতে ঝুলে এক কিশোর আত্মহত্যা করেছে।
রোববার (১৫ জুলাই) সকালের দিকে উপজেলার নাজিরহাট কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম শাহ আলম (১৬)। নিহত শাহ আলম কিশোরগঞ্জ জেলার চৌধুরীহাটি ইউনিয়নের হাজী বাড়ির ফুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহ আলম পেশায় একজন পরিবহন শ্রমিক। এলাকায় চাঁদের (জিপ) গাড়িতে হেলপারের কাজ করতো। সে দীর্ঘদিন ধরে নাজিরহাটে তার দাদি ও ভাইয়ের সাথে বসবাস করে আসছিল। আজ রোববার সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে সে বাসা থেকে বের হয়ে যায়।
পরে নাজিরহাট কলেজ ভবনের পেছনে তাকে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন মাহমুদ বলেন, নাজিরহাট কলেজ এলাকায় একজনের আত্মহত্যার খবর তারা পেয়েছেন। এর পরপরই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।
আজকের বাজার/একেএ