চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড এলাকায় রোববার দিবাগত রাতে ‘গোলাগুলিতে’ এক ছিনতাইকারীর নিহতের কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, নিহত মো. মনসুর (৪০) নগরীর তালিকাভুক্ত ছিনতাইকারী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মোহাম্মদ মহসীনের ভাষ্য, নগরী টাইগারপাস এলাকায় রাত সাড়ে ১১টায় সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রীর ব্যাগ টান মেরে ছিনিয়ে নিয়ে পালিয়ে যাবার সময় টহল পুলিশ টাইগারপাস এলাকা থেকে ছিনতাইকারীদের অটোরিকশাকে ধাওয়া দেয়। পলোগ্রাউন্ড এলাকায় পৌঁছালে তিনজনের দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে ছিনতাইকারীর দল পিছু হটে।
পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মনসুরকে উদ্ধার করে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি বন্দুক, ৫ রাউন্ড কার্তুজ, ৫টি গুলির খোষা, ৩টি মোবাইল ফোন, একটি মানিব্যাগ ও অটোরিকশা উদ্ধার করার কথা জানান ওসি।
তিনি বলেন, ‘গোলাগুলিতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
আজকের বাজার/এমএইচ