চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানা এলাকার উত্তর কাট্টলীতে সেমিপাকা ঘরের ছাদ ও দেয়াল ভেঙ্গে রুদ্র দাশ (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১টায় উত্তর কাট্টলী ছোট কালীবাড়ি ঈশান মহাজন রোড এলাকার একটি কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহত রুদ্র দাশ রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্তর পাড়ার সুকুমার দাশের ছেলে।
নগরীর পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বাসস’কে জানান, রাত ২টার দিকে আকবরশাহ থানা এলাকা থেকে রুদ্র দাশ নামে এক শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।