চট্টগ্রামে ঘরের ভিতর বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের রাউজানে বন্যার পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ জুলাই) রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সাজিদুল আলম। নিহত ওই শিশু ৫ নং ওয়ার্ডের ফিতর মুহাম্মদ চৌধুরী বাড়ির মাইক্রোচালক তৌহিদুল আলমের পুত্র।

নিহতের চাচা আবু মুছা বাপ্পি বলেন, ঘরে পানি প্রবেশ করায় শিশু সাজিদুলকে খাটের ওপর রাখা হয়। পরিবারের সদস্যদের অগোচরে সাজিদুল খাট থেকে পানিতে পড়ে ভেসে যায়। দুপুর দেড়টার দিকে বাড়ির পেছনে বন্যার পানি থেকে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারের পর সাজিদুলকে জে.কে. মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজকের বাজার/একেএ