চট্টগ্রামে চলন্ত বাসে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেছে বাস চালক ও সহকারীরা। এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্রজনতা ওই বাসের চালক ও সহকারীকে গণপিটুনী দিয়ে পুলিশে দেয়।
শনিবার (৫ মে) দুপুর ১টার দিকে নগরীর ওয়াসার মোড়ে এ ঘটনা ঘটে।
নগরীর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতক্ষ্যদর্শীরা ছাত্র আশফুল ইসলাম জানান, নগরীর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ছাত্রী বাস যোগে দামপাড়া ওয়াসার মোড়ে পৌঁছলে খালি বাস পেয়ে চালক ও তার সহকারী ৩ জন মিলে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে আক্রান্ত শিক্ষার্থী বাস চালকের সহকারীকে ধাক্কা দিয়ে বাস থেকে লাফিয়ে পড়ে।
এতে আশেপাশের লোকজন জড়ো হয়ে বাসটি আটক করে চালক ও সহকারীকে ধরে গণপিটুনী দেয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে চকবাজার থানায় নিয়ে যায়।
তবে তাৎক্ষণিকভাবে আটককৃত চালক ও সহকারীর নাম পরিচয় জানা যায়নি।
ওসি নূরুল হুদা জানান, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বাসে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে জনতা চালক ও সহকারীকে আটক করে পুলিশে দিয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।
আজকের বাজার/একেএ/