রাজধানী ঢাকার পর অ্যাপ ভিত্তিক পরিবহন সেবা উবার চট্টগ্রামে তাদের কার্যক্রম শুরু করেছে। বুহস্পতিবার থেকে সেবাটি পাবে বন্দর নগনী চট্টগ্রামের মানুষ।
চট্টগ্রাম শহরে উবার এক্স, উবার হায়ার এবং উবার মটো সার্ভিস নিয়ে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠান।
উবারের রিজিওনাল জেনারেল ম্যানেজার প্রোভজোৎ সিং বলেন, ঢাকায় যাত্রা শুরু করার পর থেকেই যাত্রী এবং চালকরা আমাদের সাদরে গ্রহণ করে নিয়েছেন। চট্টগ্রামবাসীদের যাতায়াত ব্যবস্থা স্বাচ্ছন্দ্যপূর্ণ করা এবং চালকদের উপার্জনের সুযোগ করে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।
উবার বাংলাদেশে পদার্পণ করে একবছরের কিছু বেশি সময় হবে। শুরু থেকেই যাত্রী ও চালক দুই পক্ষের কাছে সমানভাবে সমাদৃত হয় বিশ্বনন্দিত এই সার্ভিস।
বাংলা নববর্ষের আগেই চট্টগ্রামে যাত্রা শুরু করার মাধ্যমে বাংলাদেশের ২য় কোনো শহরে উবার তাদের সার্ভিস চালু করলো।
আরএম/