চট্টগ্রামের পাহাড়তলী বাজারে ছুরিকাঘাতে এক দোকান কর্মচারী খুন হয়েছেন। নিহতের নাম মাসুদ রানা (৩৫) । স্থানীয় রানা স্টোরের ম্যানেজার সে।
বুধবার রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত মাসুদ সীতাকুণ্ড উপজেলার বড় দারোগার হাটের দক্ষিণ বগাচতর গ্রামের ছৈয়দুল হকের ছেলে বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, রাত ১২ টার দিকে কে বা কারা রানা স্টোরের ম্যানেজার মাসুদকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় রাত ১টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আরএম/