চট্টগ্রামের পাঁচলাইশ থানার আতুরার ডিপু এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাইদুর রহমান অনিক নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমীর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাঁচলাইশ থানার আতুরার ডিপু এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অনিক গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজকের বাজার/এসএম