চট্টগ্রামে ছুরিকাঘাতে আবু খান (২০) নামে এক যুবক খুন হয়েছেন।
মঙ্গলবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে বাঁশখালীর গুনাগরীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় আক্কাসের সাথে আবু খানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আক্কাস তাকে ছুরিকাঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, সকালে ছুরিকাঘাতে আহত আবু খানকে হাসপাতালে আনার পাঁচ মিনিটের মধ্যে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আজকের বাজার/এমএইচ