চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার বেলতলীঘোনা এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. মাসুদ (২৮) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ মাসুদ প্রকাশ ওরফে পানি মাসুদ মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার আবুর হাট ঘোড়াতলী গ্রামের আবুল বশরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, আকবরশাহ এলাকা থেকে ছুরিকাঘাতে আহত মাসুদ নামে এক যুবককে রাত সাড়ে ৮টায় হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানায়, যুবলীগের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে প্রতিপক্ষের যুবকরা পানি মাসুদকে ছুরিকাঘাত করে হত্যা করেছে।
নিহতের মামা জানান, মাসুদ আকবরশাহ এলাকায় বসবাস করতো। সন্ধ্যার দিকে তার দলের কয়েকজন তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। রাতে আকবর শাহ রেলওয়ে হাউজিং সোসাইটির পাশে বেলতলি ঘোনা ফারুক চৌধুরী মাঠের পাশে দলীয় কার্যালয়ে নিয়ে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে।
এদিকে মাসুদ হত্যার প্রতিবাদে রাতে আকবরশাহ এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধে করে যুবলীগ-ছাত্রলীগের একাংশ। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দিলেও মধ্যরাত পর্যন্ত দুই পক্ষের মধ্যে মারধর, ধাওয়া পাল্টা ধাওয়া ও বিক্ষোভ হয়।
আজকের বাজার/এমএইচ