চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোড়ারগঞ্জ এলাকার জঙ্গি আস্তানা থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।
শুক্রবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।
একইসঙ্গে ঘটনাস্থল থেকে কয়েকটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু না জানিয়ে পরে সাংবাদিকদের ব্রিফ করা হবে বলে জানান তিনি।
এর আগে শুক্রবার রাত তিনটা থেকে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার চিনকি আস্তানার কাছাকাছি ‘চৌধুরী ম্যানসন’ নামে ওই বাড়িতে অভিযান শুরু করে র্যাব-৭।
র্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা এলাকার ‘চৌধুরী ম্যানসন’ নামে একটি একতলা বাড়িতে রাত ৩টার দিকে অভিযান শুরু করে র্যাব-৭। অভিযান শুরুর এক ঘণ্টা পর চারটার দিকে র্যাব সদস্যরা চারদিক ঘেরাও করে বাড়ির কাছাকাছি পৌঁছালে বাড়ির ভেতর থেকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়।
এর কিছুক্ষণ পরে বাড়ির ভেতরে বিকট শব্দে তিন-চারটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে বাড়িটির ছাদের বড় একটি অংশ উড়ে গেছে। পরে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা পৌঁছালে আবারও অভিযান শুরু করা হয়।
আজকের বাজার/এমএইচ