চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা জামায়াতে ইসলামীর আমির আবুল মনসুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে বাকলিয়ার নিজ বাসা থেকে বাকলিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে বাকলিয়া এলাকা থেকে থানা জামায়াতের আমির আবুল মনসুরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে ৫/৬টি মামলা রয়েছে।
তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন, বলেন ওসি।
সূত্র - ইউএনবি