চট্টগ্রামে জাল নোটসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে জাল নোটসহ ফারুক (৩৬) নামে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ জুন) নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৩১ হাজার টাকার জাল নোটসহ ফারুকককে গ্রেপ্তার করা হয়।

“ফারুক জাল নোটগুলো নিয়ে সেখানে অবস্থান করছিলেন। পুলিশ দেখে পালানোর চেষ্টা করা সময় তাকে গ্রেপ্তার করা হয়।”

নোটগুলোর মধ্যে দুটি নম্বরের ৫০০ টাকার নয়টি নোট, ছয়টি একই নম্বরের একহাজার টাকার ২৬টি নোট পাওয়া যায় বলে জানিয়েছেন ওসি মহসিন।

আরজেড/