কোতোয়ালি থানার কাজীর দেউড়ি এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২ নির্মাণ শ্রমিককে আটক করেছে পুলিশ। কোতোয়ালি থানার এনায়েত বাজার পুলিশ ফাঁড়ি মঙ্গলবার রাতে এ অভিযান চালায়। এ সময় নগদ ৬২ হাজার টাকা, বেশ কিছু মোবাইল ফোন ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। আটকরা হলেন- মো. আবুল হোসেন, মো. জাহিদ, মো. শিপন, মো. শাহাজাহান, মো. দিদারুল আলম, ইলিয়াছ খান মানিক, মো. মনির হোসেন, সৈয়দ মো. সোহেল, মো. সাইদুল ইসলাম সুমন, মো. নাসির মিয়া, মকবুল হোসেন ও মো. সেলিম।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের(নিবন্ধন নম্বর-২২১৩)কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় সেখানে টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় ১২ জনকে আটক করা হয়। ওই কার্যালয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে জুয়া খেলা চালানো হচ্ছিল। এ ঘটনায় এসআই মৃণাল কান্তি মজুমদার বাদী হয়ে মামলা করেছেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান