চট্টগ্রামের বাকলিয়ায় ট্রাকচাপায় দুই নারীসহ ৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— হাসিনা (৪০), নাসরিন আক্তার (৩৫) ও শাহপরান (২৮)। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৯ জন।
শুক্রবার (৮ জুন ) সকাল ১১টার দিকে বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মেরিনার্স সড়কের প্রবেশ মুখে কয়েকটি রিকশা ও অটোরিকশা যাত্রীর অপেক্ষায় ছিল। এছাড়া গাড়ির জন্য রাস্তায় অপেক্ষায় ছিলেন অনেকে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ওই ভিড়ের মধ্যে উঠে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আমির উদ্দিন দুর্ঘটনায় ৪ জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা কয়েকটি রিকশা ও অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
রাসেল/