চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে ট্রাকের চাপায় এক শিশুসহ তিন রিকশাযাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার, ২৮ ডিসেম্বর বেলা ১১টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজার চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিমেন্ট বোঝাই একটি ট্রাক একটি রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই পূর্ব পোলা মোগরা এলাকার সুলতান (৩১) ও নিচিন্তা এলাকার নেজাম (৩৫) এবং হাসপাতালে নেয়ার পথে শিশু আবির (৫) মারা যায়।
আহত আরেকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রবিউল আলম বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেয়ার পর একজন মারা যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়।
আজকের বাজার/এমএইচ