চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার লোহাগড়া এলাকায় সোমবার দিবাগত রাত ১১টায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- চট্টগ্রাম সরকারি মহসিন কলেজের ছাত্র হামিদ হাসান মিশকাত (২২)। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। সে লোহাগাড়ার পূর্বকলাউজানের শহর বানুর বাপের বাড়ির মৃত মাওলানা ওসমানের বড় ছেলে। নিহত অপরজন হলেন মিশকাতের বন্ধু মো. রিকু (২০)। তার গ্রামের বাড়ি পটিয়া উপজেলায়।
সূত্র জানায়, দুই বন্ধু লোহাগাড়া থেকে মোটরসাইকেলযোগে চট্টগ্রাম শহরে যাবার পথে একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় রিকু। আর মিশকাতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটায় তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজকের বাজার/এমএইচ