চট্টগ্রাম মহানগরীর একে খান রেল গেট এলাকায় ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাত এক যুবকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ আগস্ট) ভোরে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিতক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, বুধবার রাতে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত এক যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বৃহস্পতিবার ভোরে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।
আলাউদ্দিন তালুকদার আরও জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আজকের বাজার/একেএ