চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ের বারৈয়ারহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম রেহেনা আক্তার (৪৫)। নিহত রেহেনা করেরহাট ইউনিয়নের ঘোড়ামারা এলাকার জুনাব আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রেহেনা আক্তার গত কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। দুপুরে ডাক্তারের কাছ থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ট্রেনের নিচে কাটা পড়ের তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবর শুনেছি। রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে বলে খবর পেয়েছি।

আজকের বাজার/একেএ