চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু এবং নতুন ১১১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ৯ বছরের শিশু মোহাম্মদ ইমরান মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম আজ বিকেলে জানিয়েছে, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার এ শিশুটিকে সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এনএস ১ ভ্যারিয়েন্টে আক্রান্ত ইমরান পরদিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু হলো।
কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ১১১ রোগী। এর মধ্যে সরকারি হাসপাতালে ৮৮ জন এবং বেসরকারি হাসপাতালে ২৩ জন। ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৫২ জনে। এদের ১৩৯৯ জন সরকারি হাসপাতালে এবং ৯৫৩ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৭৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭৯ জন। (বাসস)