চট্টগ্রামে নতুন ৩৯ জনের কারও দেহে করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি

চট্টগ্রামে নতুন করে ৩৯ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারও দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।
দুপুরে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিস(বিআইটিআইডি) থেকে পাওয়া ফলাফলের বরাত দিয়ে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার সংগ্রহ করা ৮৯ জনের মধ্যে ৪৮ জনের নেগেটিভ এসেছে।
বাকি ৪১ জনের মধ্যে প্রথম আক্রান্ত বৃদ্ধের নমুনায় আবার পজেটিভ এসেছে। এর মানে তিনি সুস্থ হননি। আর আগে থেকে করোনায় আক্রান্ত বৃদ্ধেও ছেলের দ্বিতীয় দফায় সংগ্রহ করা নমুনার রিপোর্ট ঢাকা থেকে আসবে।

চট্টগ্রামের সিভিল সার্জন বলেন, নমুনা সংগ্রহ করা বাকি ৩৯ জনের কারোরই দেহে নভেল করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। সব মিলিয়ে মঙ্গলবার নমুনা সংগ্রহ করা ৮৯ জনের মধ্য নতুন ৮৭ জনের করোনা রোগ নেই। বাকি দুইজন আগে থেকে আক্রান্ত।

তিনি বলেন, চট্টগ্রামে এখন পর্যন্ত সর্বমোট ২৫০ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হয়েছে। তারমধ্যে দুইজনের দেহে এ করোনা ভাইরাস পাওয়া গেছে। বাকি ২৪৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।