চট্টগ্রামে নারী নির্যাতন মামলায় থানা যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চকবাজার থানা যুবলীগের সভাপতি একরাম হোসেনকে মঙ্গলবার দিবাগত গভীর রাতে চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে আকরাম হোসেন নগরীর চকবাজার ওয়ার্ড যুবলীগের সভাপতি।
বিষয়টি নিশ্চিত করে সিএমপি পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, আদালতের এক পরোয়ানায় একরাম হোসেন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পাঁচলাইশ থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী পরিদর্শক (এসআই) আফরোজা বলেন, মিনু আক্তার নামে এক নারীর দায়ের করা মামলায় আদালতের পরোয়ানা মূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকাল ১০টায় আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জামিন নামঞ্জুর করে জেলে পাঠিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৬ এর ৯ (৪) (খ) ১০ ধারা অনুযায়ী মিনু আক্তার নামের এক নারীর করা মামলায় একরাম হোসেনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানা মূলেই রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া একরাম হোসেন পাঁচলাইশ থানার টুপিওয়ালা পাড়ার মকবুল সওদাগর লেনের আওয়ামী লীগ নেতা মৃত মোশাররফ হোসেনের ছেলে। ওয়ার্ড যুবলীগের পাশাপাশি নগর যুবলীগের রাজনীতির সাথে একরাম হোসেন জড়িত বলে জানা গেছে।