মহানগরীর কোতোয়ালী থানার কাজীর দেউড়ি এলাকা থেকে ভাসমান অর্ধশতাধিক রোহিঙ্গা-নারী পুরুষ ও শিশুকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি জানান, কাজীর দেউড়ির সার্কিট হাউজ ও শিশুপার্কের আশপাশ থেকে ৫৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৮ জন পুরুষ, ৩২ জন শিশু ও ১৪ জন নারী রয়েছে।
তাদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর জন্য যাবতীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি মহসীন।
প্রসঙ্গত, দীর্ঘদিন কাজীর দেউড়ি, আউটার স্টেডিয়ামও আশেপাশে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিচরণ বেড়েছে। বিশেষ করে রমজান মাসে যাকাতের উদ্দেশে রোহিঙ্গারা চট্টগ্রামে ভিড় করছে।