চট্টগ্রামে পানির ট্যাঙ্ক থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

চট্টগ্রামে বাড়ির পানির ট্যাঙ্ক থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ জুলাই) দুপুরে নগরীর আমবাগান এলাকার নিজ বাড়ির পানির ট্যাঙ্ক থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মা আনোয়ারা বেগম (৯২) ও মেয়ে মেহেরুননেছা (৬২)। ওই বাড়িতে তারা দুইজনই থাকতেন।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে বাড়িতে গিয়ে তাদের সন্ধান না পেয়ে খোঁজাখুঁজি করা হয়। পরে বাড়ির পানির ট্যাঙ্কে তাদের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়।

খবর পেয়ে ট্যাঙ্ক থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। তাদের হত্যার পর লাশ পানির ট্যাঙ্কে ফেলে রাখা হতে পারে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আজকের বাজার/এমএইচ