পবিত্র রমজানে নগরবাসীকে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ করতে ৪ টি কন্ট্রোলরুম চালু করেছে চট্টগ্রাম ওয়াসা।
রমজানমাসে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিতে গ্রাহকদের কাছ থেকে প্রাপ্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে কন্ট্রোলরুম খোলা হয়েছে বলে মঙ্গলবার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়।
এতে বলা হয়, নগরীর জুবিলী রোড, মেহেদীবাগ, আগ্রাবাদ ও কালুরঘাট কন্ট্রোলরুম সার্বক্ষণিক সেবা দিতে প্রস্তুত থাকবে। সংশ্লিষ্ট নাম্বারে ফোন করলে তাৎক্ষণিক মিলবে সেবা।
জরুরি নম্বরগুলো হলো, জুবিলী রোড ৬১৬৭৬৮, মেহেদীবাগ ৬১৬৫৯২, আগ্রাবাদ ২৫২৫২৫২, ৭২৪৮৭৫, ও কালুরঘাট ০২৪১৩৮৮০০৬।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহ জানান, রমজানে গ্রাহকের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে যেকোনো গ্রাহক এসব হটলাইনে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। নাম্বারগুলো সার্বক্ষণিক চালু থাকবে।