চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শোক

চট্টগ্রামে পাহাড় ধসের ৩৫ জনের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি কার্যালয়ের উপ-প্রেস সচিব এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় পাহাড় ধসে এ পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে শিশু, সেনা কর্মকর্তাসহ সেনা সদস্য রয়েছে।

নিহতদের মধ্যে রাঙামাটিতে ২২, চটগ্রামে ৮ ও বান্দরবানে ৮ জন নিহত হয়েছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো উদ্ধারকাজ চলছে। ধসের ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাহাড় ধসের কারণে রাঙামাটি ও বান্দরবানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

আজকের বাজার:এলকে/এলকে/ ১৩ জুন ২০১৭