ট্টগ্রামের পাহাড় ধস ঠেকাতে এবার বিন্নি ঘাস পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। জেলার টাইগারপাসে এই প্রকল্পের উদ্বোধন করেন থাইল্যান্ডের রাজকন্যা মহাচক্রি শিরীন।
বুধবার (৩০ মে) সকালে প্রকল্পটির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
তিনি বলেন, এই ঘাসটি এখনও এক্সপেরিমেন্ট পর্যায়ে রয়েছে। সুফল পেলে আরও প্রকল্প গ্রহণ করা যেতে পারে। থাইল্যান্ড থেকে প্রশিক্ষিত একটি টিম এসে আমাদের পাহাড়গুলোকে সরজমিনে দেখেছে। এরপর তারা টাইগারপাসে প্লাইলট প্রকল্প হিসেবে পছন্দ করে। এখন দেখার বিষয় প্রকল্পটি থেকে কেমন রেজাল্ট আছে।
আজকের বাজার/আরআইএস