চট্টগ্রামের সীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় রবিউল ইসলাম লেদু (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম লেদু নগরীর বাকলিয়া রজাখালীর বাসিন্দা সালেহ আহম্মদের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শবে বরাতের রাতে বারো আউলিয়ার মাজার জিয়ারত করতে বেরিয়েছিলেন লেদু।এ সময় ভাটিয়ারি এলাকায় রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে ধাক্কা দিয়ে চলে যায় দ্রুতগামী একটি পিকআপ। স্থানীয়রা রাত পৌনে ৩টার দিকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক লেদুকে মৃত ঘোষণা করেন।
হাইওয়ে পুলিশ বার আউলিয়া ফাঁড়ির পরিদর্শক আহসান হাবিব বলেন, তারা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু পিকআপটি আটক করা যায়নি।
রাসেল/