চট্টগ্রামের হাটহাজারী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ জুন) উপজেলার পূর্ব দেওয়াননগর জালাল শাহ মসজিদের পূর্ব পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে তিনটার দিকে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে মডেল থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
গতকাল শুক্রবার দিবাগত রাতে কোনো এক সময় পরিচয় বিহীন যুবকটিকে হত্যা করে কেউ ওই পুকুরটিতে ফেলে গিয়ে থাকতে পারে বলে স্থানীয় লোকজনের অনুমান করেছেন।
উদ্ধার করা মরদেহটির আনুমানিক বয়স ১৭ বছর হতে পারে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা।
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর জানান, টিশার্ট ও টাউজার প্যান্ট পরিহিত অজ্ঞাত যুবকের মরদেহটি উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আজকের বাজার/একেএ