চট্টগ্রামে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের চন্দনাইশে পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ জুন) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার হাশিমপুরের রাজারপাড়ার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম শিখা দাশ (৩২)। শিখা দাশ দুই সন্তানের জননী।

জানা যায়, ওই রাতে মেয়ে পূর্ণিমা দাশকে (৬) সঙ্গে নিয়ে বাসে করে বাপের বাড়ি চট্টগ্রামের চুনতি ধোপাপাড়ায় বেড়াতে যাচ্ছিলেন। নিহত শিখা দাশের মেয়ে পূর্ণিমা জানায়, গাড়ির চালক তাদের মাঝরাস্তায় নামিয়ে দেয়। নেমে যাওয়া স্থানটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার হাশিমপুর খানবটতল নামক স্থান।

শিখা দাস সেখানে গাড়ি থেকে নেমে গেলেও ছোট মেয়েকে নিয়ে কিভাবে এতদূরের পুকুরের কাছে এলেন তা জানা যায়নি। পূর্ণিমা দাস এর বেশি কিছু বলতে পারছেন না।

স্থানীয়রা জানান, সকালে ঘুম থেকে উঠে পুকুরে শিখার মৃতদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে।

তারা দ্রুত পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে শিখার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যা্য়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আবদুল আল মামুন বলেন, এটি হত্যা না আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা এখনি বলা যাচ্ছে না। ময়নাতদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটিত হবে।